বেশ কয়েক কেজি ওজন বেড়েছে গত তিন মাসে । 😕
সুখাদ্য কে না ভালবাসে!! আমিও খাদ্যারসিক বাঙালী । আর এর জন্য দায়ী বিরিয়ানি আর বাসন্তী পোলাও আর এদের প্ৰতি আমার দুর্বলতা । ভাবলাম এবারে ইকটু সংযত হব । কিন্ত কি করে ? এসে গেল xmas আর তার সাথে কেক খাওয়ার আনন্দ !
আপনিও এই ধরনের ভালোবাসায় পড়লে খবর আছে।😋
আপনি চাইলেও এর থেকে দূরে থাকতে পারবেন না। এর মায়া ভালোবাসা আপনাকে টেনে নিয়ে আসবেই।
বেশ তো !
জঙ্গল এর হাতি শহরে এসেছে শুনলাম । বেশ ভালো কথা !
এই কনকনে শীতে, সবাই ইকটু গরম খোঁজে ।
বিশ্বাসে মিলায়ে বস্তু , তর্কে বহুদূর ।
ডিসেম্বর এর 25 আজ । তাপমাত্রা প্রায় 10 ছুঁই ছুঁই ।
এই শীতের আমেজে বড়দিনের ঘন্টা বাজাতে শহরে হাজির সান্তা । শুধু ঘন্টা কেন ? আছে ঝুলি ভর্তি উপহার । আর সাথে আছে সান্তার চ্যারিওট । বাংলায় যাকে বলে রথ । কিন্তু এই রথ টানার সাথে সেই হাতির কোনো সম্পর্ক নেই ।
শহরের সমস্ত প্রান্তে চলছে বড়দিনের উৎসবের প্রস্তুতি । সর্ব ধর্ম নির্বিশেষে, কলকাতাবাসী তার মনের মানুষের সাথে উদযাপন করে এই বিশেষ দিনটি। আর আপনার অতিথি, পরিবার ও বন্ধুদের ঠোটের কোনায় হাসি ফোঁটাবে মিও আমোরে । প্রত্যেকের জন্য আছে আকর্ষণীয় সুস্বাদু নানান ধরনের কেক ।
মিও আমোরের চিফ অপেরাশন অফিসার শ্রী শিখরেস সাহার উদ্যোগেই আজ সুস্বাদু কেক বাঙালীর ঘরে ঘরে । এবারে প্রায় 11 রকমের Xmas স্পেশাল কেক ।
দাম শুরু মাত্র 130 টাকা থেকে ।
প্লেন কেক, রিচ ফ্রুট কেক, বাটার ফ্রুট কেক, প্লাম কেক, স্পেশাল ফ্রুট কেক, ইংলিশ ফ্রুট কেক, ডান্ডি কেক, ডেট ওয়ালনাট লোফ, চকো চেরি কেক, রোয়াল ফ্রুট কেক ও কিছু ক্রিম কেক ।

