শহর জুড়ে যেন প্রেমের মরসুম❤ !
উৎসব গত শনিবারের রাত থেকেই শুরু হয়ে গিয়েছিল। সন্ধ্যার পর থেকেই বিশেষ করে পার্কস্ট্রিট এলাকা প্রতিবছরের মতো জমজমাট আকার নিয়েছিল। এরপর রাত যত গড়িয়েছে, দিন যত এগিয়েছে , তত বেড়েছে উৎসবের আমেজ, চড়েছে আনন্দের পারদ।
দিকে দিকে হোটেল রেস্টুরেন্টে অগুনিত খাদ্যের সম্ভার জমিয়ে বসেছে কতৃপক্ষ ।
কোথায় যেন পড়ছিলাম, কলকাতার নিউমার্কেটে বাঙালী লাইন লাগিয়েছে খ্রিস্টান উৎসব পালনে । হ্যাঁ , ঠিকই ধরেছেন । কেক কেনার জন্যই এত সংগ্রাম । আর মজার কথা, এই শত সহস্র মানুষের মন জয় করে চলেছে কোন এক মুসলিম ম্যাজিশিয়ান । শেফ মহাশয় ।
সংবিধান পড়িনি ।
কিন্তু বাংলার তথা ভারতবর্ষের অন্যতম চিত্র পরিচালক সত্যজিৎ রায় মহাশয়ের আগন্তুক দেখেছি ।
‘যে জিনিস মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে আমি তাকে মানিনা। Religion এটা করেই, আর organised religion তো বটেই। সেই একই কারণে আমি জাতও মানিনা।’
একই কথা, একই ভাবনাচিন্তা, একই দর্শন উঠে এসেছে বহু মহান মানুষের সৃষ্টিতে। তবু অধিকাংশ মানুষ আজও তা শিখল না।
এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিই বা হতে পারে!
কিন্তু উৎসব আর খাদ্যপ্রেমই একমাত্র পারে সকল মানুষকে একটা বন্ধনে আবধ্য করতে । আর সেই বন্ধনের জন্য কোনও কাগজের টুকরোর প্রয়োজন নেই ।
একদিকে কলকাতা জুড়ে প্রতিবাদের মিছিল আর তার পাশেই সমান তালে টক্কর দিয়ে সর্ব ধর্ম নির্বিশেষে মানুষের উৎসব আর খাদ্য প্রেম ।
আর এই বড়দিনের এর সাথে রন্ধে রন্ধে জড়িয়ে আছে কেক প্রীতি । আর কেক বলতেই সবার প্রথমে মাথায় আসে একটাই নাম ।
Mio Amore |
শহরের প্রচুর নামীদামী ও ঐতিহ্যপূর্ন কেকের দোকানের সাথে mio amore তৈরি করে নিয়েছে এক আলাদা জায়গা । এই প্রেমের মাপকাঠি দাম দিয়ে মাপা সম্ভব নয় ।
ছোট থেকে বড় প্রচুর মানুষের মনে কয়েক দশক ধরে বিভিন্ন আকারে , স্বাদে ও সজ্জায় মন মাতিয়ে
চলেছে Mio Amore !!
সেই রঙিন দুনিয়ার শরিক আমি আজও ।
উকি মেরে এক ঝলক দেখে নিন ।
Social media তে এখন যখন সবাই ব্লগার আর ভ্লগার, সেই ভিড়ে আজও আমার মত অনেকের মন নিঃশ্বন্দে জয় করে চলেছে Krishanu Chanda । কলকাতার বড়দিনের এত সুন্দর পরিবেশন আমি দেখিনি । আর সেই কাজকেই উৎসর্গ করে আমার কিছু সৎ প্রচেষ্টা ।
চলচিত্র নয় । তাই নেই শব্দ, নেই কোনও গতি ।
এই তাম ঝামের যুগে mio amore এর তরফ থেকে রইল কয়েকটা বিশেষ স্বাদের কেক ।
চলে যান নিকটবর্তী mio amore এর যে কোনও দোকানে আর নিয়ে নিন নিজের পছন্দের কেক গুলো।
সকলে ভালো থাকুন ও ভালো রাখুন ।
ভালো কাটুক বড়দিন।
ধন্যবাদ সেই সকল মানুষদেরও যারা অক্লান্ত পরিশ্রম করে বানিয়ে চলেছে এই হাজার হাজার কেক ।
Merry Christmas y’all. 🎅🎅🎄🎄
Keep the festive spirits high and have a great time with your family and loved ones. 🍫🎂⛄🎄🎊🎅🏻
© Copyright 2019 The Photographer The Foodinista
All rights reserved. All photographs are the property of Tanmay Basak. The use of any images, in whole or part, for any purpose, including, but not limited to, reproduction, storage, manipulation, digital or otherwise, is expressly prohibited without the written permission.
These images are not royalty free and a fee is required for each specific usage. This includes the use of any of these images for use in web pages. Such usage could conflict with the interest of my other clients for a specific purpose. To inquire about the use of any of these images, please contact me via Messenger !!
আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার পাতায় –
The Foodinista
instagram/fascinatingfoodie
zomato/fascinatingfoodie
https://www.facebook.com/groups/159751014147600
https://www.facebook.com/MunchingMonks