𝙏𝙝𝙚 𝘽𝙚𝙨𝙩 𝙏𝙚𝙖𝙘𝙝𝙚𝙧 𝙞𝙨 𝙔𝙤𝙪𝙧 𝙇𝙖𝙨𝙩 𝙈𝙞𝙨𝙩𝙖𝙠𝙚
ফুচকা ওয়ালার প্রেমের ফাঁদে পড়ে ডিভোর্স চাইল বউ ।
হ্যাঁ ঠিকই শুনছেন । এইরকম একটা ঘটনা ঘটেছিল ।
ফুচকা খেয়ে ফুচকাওয়ালার প্রেমে পড়ে বউ স্বামীর কাছে ডিভোর্স চাইছে । অবাক কান্ড তাই না? এমনই অদ্ভুত কাণ্ড ঘটেছে কৃষ্ণনগরে।
এটা ফুচকা ওয়ালার গুন না ফুচকার, সেটা আর জানতে পারিনি ।
কালকেই আমার এক বন্ধুর সাথে গাড়িতে করে যাচ্ছিলাম । হ্যাঁ, বন্ধু রে বাবা । বান্ধবী নয় । হঠাৎ গাড়ি থামিয়ে নেমে পরা আর খান বিশেক করে সাটিয়ে দেওয়া ।
দেখতো সুন্দর । মচমচে । সাইজেও বড় ।
জানেন তো আমরা কোনও দিন ভেবে দেখিনি, কোথায় কিভাবে ফুচকা গুলো তৈরি হচ্ছে । ফুচকা ওয়ালা শেষ কখন হাত ধুয়েছে । টপ করে একটাও ঘামের ফোঁটা পরেছে কিনা ।
বরঞ্চ যত কম পয়সায় যত বেশী ফুচকা পাওয়া যায়, আমরা তাতেই খুশি ।
তবুও জানিনা, আমি, আপনি ও ওরা ঘোড়া দেখে খোঁড়া হয়ে যাই কেন ।
ভালো হোটেলে গেলে আমাদের সাথে সাথে কিনলে না কিনলেই নয় ।
ইকটু আধটু নোংড়া দেখলেই, জ্বর চলে আসে ।
আর যদি পরে পাতে চুল, তাহলে তো chef বা waiter এর জন্মই ভুল ।
তারপর ঠাকুরের আশীর্বাদে আর আম্বানির দয়ায়, খুলে ফেলে social নেটওয়ার্ক চালিয়ে ফেলি কলম ।
সবাই ভালো চাই । কিন্তু ভালো করতে কেউ চাই না ।
ভালো আর খারাপ মিশিয়ে জীবন ।
কিন্তু এই ফুচকা টা সত্যিই আমার খুব ভালো লেগেছিল ।
ঠাকুরের দিব্যি , কোনও ফিল্টার use করিনি ।
ভালো খান ও ভালো খাওয়ান ।
ভালো থাকুন ও ভালো থাকতে দিন ।
ইকটু মানিয়ে নিন । এই আরকি । ফাউ টা চেয়ে নেবেন । নাহলে ঘুম হবে না । Being Human T Shirt পরার থেকে হওয়াটা জরুরি ।
ভুল চুক মাফ করবেন । ফুচকা আরও বেশি করে খাবেন ও খাওয়াবেন ।
#MunchingMonks #KeepMunching #BeingHuman
© Copyright 2019 The Photographer The Foodinista
All rights reserved. All photographs are the property of Tanmay Basak. The use of any images, in whole or part, for any purpose, including, but not limited to, reproduction, storage, manipulation, digital or otherwise, is expressly prohibited without the written permission.
These images are not royalty free and a fee is required for each specific usage. This includes the use of any of these images for use in web pages. Such usage could conflict with the interest of my other clients for a specific purpose. To inquire about the use of any of these images, please contact me via Messenger !!
আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার পাতায় –
The Foodinista
instagram/fascinatingfoodie
zomato/fascinatingfoodie
https://www.facebook.com/groups/159751014147600
https://www.facebook.com/MunchingMonks